মাদকে ভাসছে ডাকবাংলা ও বাজার গোপালপুর

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা ও বাজারগোপালপুর এখন মাদকে ভাসছে।হাত বাড়ালেই পাওয়া যায় মাদকদ্রব্য। দিন দিন মাদকের ছোবলে তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে। পুলিশ ও মাদক দ্রব্যঅধিদফতরের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিচ্ছে।ডাকবাংলা,গোপালপুরবাজারে দেদারছে বিক্রি হচ্ছে ফেনসিডিল, বাংলা মদ,হেরোইন,ইয়াবাটেবলেট,যৌনউত্তেজক ট্যাবলেটসহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্য।

এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গভীর সখ্য আছে মাদকব্যবসায়ীদের।এ জন্য তারা ধরা-ছোঁয়ার বাইরে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসবে এমনটিই আশা করছে এলাকাবাসী।