চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে তুলোর গোডাউনে আগুন : দু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে একটি তুলোর গোডাউনে আগুন লেগে তুলোসহ দু লক্ষাধিক টাকার জিনিস পুড়ে গেছে। গোডাউন মালিক সাইদুর রহমান সুমন অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে তার গোডাউনে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেছেন হাটকালুগঞ্জের মোশারফ আলীর ছেলে মোমিন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে হাটকালুগঞ্জপাড়ায় সাইদুর রহমান সুমনের একটি তুলোর গোডাউনে গতকাল রোববার সন্ধ্যায় আগুন লাগে। খবর দেয়া হলে চুয়াডাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভান। তবে তার আগেউ তুলোসহ গোডাউনে থাকা অন্যান্য জিনিস পুড়ে যায়। সব মিলিয়ে তার দু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সুমন অভিযোগ করে বলেন একই এলাকার মোমিনের সাথে সকালে তার গণ্ডগোল হয়। তখন মোমিন দেখে নেয়ার হুমকি দেন। তার ধারণা মোমিনই গোডাউনে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারেন। এ ব্যাপারে সুমন দৈনিক মাথাভাঙ্গাকে জানান, তিনি আইনি ব্যবস্থা নেবেন।