বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামের নাজিম উদ্দীনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে বঙ্কিরা ক্যাম্প পুলিশতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে ওয়াড়িয়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।