মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য দোদুলকে সংবর্ধনা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া। পরে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেয়া হয়।