আমঝুপি প্রতিনিধি: গরুব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার বাড়ির পেছনে বোমা হামলা করেছে চাঁদাবাজচক্র। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে।
এলাকা সূত্রে জানা যায়, আমঝুপি পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মফি মিয়া একজন গরুব্যবসায়ী।তাকে গত ২ সপ্তা আগে ২ লাখ টাকা চাঁদা দাবিতে অজ্ঞাতস্থান থেকে মোবাইল করে দুর্বৃত্তরা। টাকা দিতে অস্বীকার করাই গত বুধবার রাত ৮টার দিকে ২ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে রাজনগরে এসে তার বাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গভীর রাতে মোবাইলফোনে বোমা হামলার কথা জানিয়ে চাঁদা দেয়া না হলে আবার হামলার হুমকি দেয়া হয়ে। বর্তমানে শফি ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছে।