স্টাফ রিপোর্টার: এসএসসিও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৭ বা ১৮ মে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম গতকাল বৃহস্পতিবারসাংবাদিকদের বলেন, এসএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছেসময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
রেওয়াজঅনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষারফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর সচিবালয়ে সংবাদসম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।গত ৯ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।