চুয়াডাঙ্গাসহ সারাদেশে শ্রদ্ধায় ভালোবাসায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন : মুক্তির পথে আলোর দিশারী

স্টাফ রিপোর্টার:রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব শ্রদ্ধাজ্ঞাপন নয়মানবমুক্তির পথের এ দিশারিকে সম্মিলিতভাবে অনুসরণ করাই হবে তাকে প্রকৃতশ্রদ্ধা জানানো। তার কর্মকে উপলব্ধি করে জড়িয়ে নিতে হবে জীবনের পথচলায়।

চুয়াডাঙ্গাসহ সারাদেশে গতকালবৃহস্পতিবার নানা অনুষ্ঠানে গানে, কথায়, কবিতায় কবিগুরুকে স্মরণ করার পাশাপাশি একথাই উচ্চারিত হলো সবার মনে। তার কালজয়ী জীবন দর্শন, মানবতাবাদ ওঅসামপ্রদায়িক চেতনাকে সমাজে প্রতিষ্ঠা এবং রবীন্দ্র চর্চাকে সর্বস্তরেছড়িয়ে দেয়ার অঙ্গীকারও ব্যক্ত করা হয় এসব অনুষ্ঠানে।গতকাল সারাবিশ্বেরবাঙালিরা শ্রদ্ধা, ভালোবাসায় পালন করলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী। এবছর রবীন্দ্র জন্মবার্ষিকীর প্রতিপাদ্য ছিলো‘বাংলাদেশ ওরবীন্দ্রনাথ’।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমন্ত টাউন হলে এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হামিম হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মুন্সি আবু সাইফ প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন প্রমুখ।