মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গাবাড়াদীর নতিডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইফুলের করুণ মৃত্যু ঘটেছে। গত মঙ্গলবার মালয়েশিয়ার একটি এয়ার বিমানে লাশ দেশে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি অ্যাম্বুলেন্সে লাশ গ্রামে পৌঁছায়। সন্ধ্যায় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার আজিজুলের ছেলে সাইফুল (৩০) ভাগ্যের চাকা ঘোরাতে গত কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানেএকটি ওয়েল্ডিং ওয়ার্কসপে কাজ করতেন। গত ১০ দিন আগে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার আগে তিনি বুকের ব্যথা অনুভব করে। রুমমেটরা তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মোবাইলফোনের মাধ্যমে সংবাদটি গ্রামে পৌঁছুলে সাইফুলের নিকট আত্মীয়স্বজনসহ গ্রামের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। গত পরশু মালয়েশিয়ার একটি বিমানে সাইফুলের লাশ দেশে নিয়ে আসা হয়। গতকাল বিকেলে একটি অ্যাম্বুলেন্সযোগে লাশ নতিডাঙ্গায় আনা হয়। গতকাল সন্ধ্যায় বাদ মাগরিব সাইফুলের লাশের জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।