আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী থানাপাড়ার নিহত সফি হত্যা মামলার অন্যতম আসামি জীবন হোসেনের বাড়ির রান্নাঘরে গত বুধবার রাতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। রাত ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয় জনগণ ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গত সোমবার আলমডাঙ্গার হারদী থানাপাড়ার হারেজ উদ্দিনের ছেলে সফিকে তার ভাগ্নেরা নির্মমভাবে হত্যা করে। হত্যার পর থানাপাড়ার বেশ কিছু এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। ওই হত্যাকাণ্ডে বেশ কিছু পুরুষ-মহিলাকে আসামি করে মামলা দায়ের করা হয়। গত বুধবার রাতে ওই মামলার এজাহারভুক্ত আসামি হারেজ উদ্দিনের ঘরজামাই জীবন হোসেনের বাড়ি রাত ১১টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। জীবন হোসেনের রান্নাঘর পুড়ে যায়। গ্রামের কেউ কেউ বলেছেন, সফি হত্যা মামলা থেকে বাঁচার জন্য এ আগুন ধরানো হয়ে থাকতে পারে।