মেহেরপুরের রাজনগরে বোমা হামলা : এলাকায় আতঙ্ক

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের রাজনগর গ্রামে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে মোটরসাইকেলযোগে এসে স্থানীয় যাত্রী ছাউনির কাছে এসে অজ্ঞাত দুই দুর্বৃত্ত বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশ এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে যায় চারিদিকে। কী কারণে কারা এ বোমা হামলা চালিয়েছে তা গ্রামের কেউই কোনো ধারণা করতে পারছে না। তবে নাশকতা সৃষ্টি ও জনগণকে আতঙ্কিত করতেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে অনেকেই ধারণা করছে।

মেহেরপুর সদর উপজেলাধীন চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের রাজনগর যাত্রী ছাউনির কাছে গতরাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনার পর স্থানীয় বারাদী পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।