ধুমধামের সাথে হাতিকাটার নাবালিকা উর্মির বিয়ে হলো :প্রশাসন নীরব

 

স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার আলুকদিয়া রোমেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নাবালিকা উর্মির ধুমধামের সহিত বিয়ে সম্পন্ন হয়েছে। গতকালবুধবার বিকেলে শতাধিক বরযাত্রী নিয়ে পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামের বর লিটন বিয়ে করতে আসে। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পিতা-মাতার এ বিয়েতে মত না থাকলেও তার চাচার উৎসাহে বাল্যবিয়ে দেয়া হয়।

গতকাল বুধবার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সপ্তম শ্রেণির ছাত্রী উমির বিয়ে হচ্ছে শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়। এতে সকালে বিয়ের আয়োজন ভেস্তে যায়। পরে গ্রামের কিছু মাতবরের সহায়তায় দুপুরের পর আবার বিয়ের আয়োজন শুরু হয়। বিকেলে দেয়া হয় বিয়ে। আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মহাসীন ওরফে মশে ও মেহেরা খাতুনের মেয়ে উর্মি। গ্রামের লোকজন লোকমোর্চাকে বিয়ে বন্ধের জন্য অনুরোধ করলেও শেষ পর্যন্ত কাজে আসেনি। প্রশাসনও ছিলো নীরব।