ঝিনাইদহ অফিস: গতকাল মঙ্গলবার ঝিনাইদহের ডাকবাংলা বাজারের চাতালের চাল ব্যবসায়ী দবির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। গত দু সপ্তাহ ধরে স্থানীয় একটি চাঁদাবাজ গ্যং গ্রুপ নিজেদেরকে পূর্ববাংলা কমিউনিষ্টের পরিচয় দিয়ে এ চাঁদার টাকা দাবি করে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে এ চাঁদার টাকা পরিশোধ করা না হলে তাকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। ব্যবসায়ী দবির উদ্দিন শ্যামনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। এ ঘটনার পর ব্যবসায়ী দবির উদ্দিন চরম আতঙ্কের মধ্য দিন কাটাচ্ছেন।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে দবির উদ্দিন কয়েক বছর ধরে পাশে ডাকবাংলা বাজারে নারায়ণপুরের ত্রিমোহনিতে চাতালের চাল ব্যবসা করে আসছে। গত দু সপ্তাহ ধরে স্থানীয় একটি চাঁদাবাজ গ্যাং গ্রুপ নিজেদেরকে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিষ্ট পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ চাঁদার টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা না হলে তাকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এ চাঁদা দাবি করার পর ব্যবসায়িক দবির উদ্দিন চরম অতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।