দর্শনার যুবদল নেতা নাহারুলকে জেলহাজতে প্রেরণ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা থানা পুলিশ দর্শনায় পূজামণ্ডপে হামলা, সরকারি কাজে বাধাদান ও শিবিরকর্মী রফিকুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের মৃত শামসদ্দিনের ছেলে দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুরকে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন।