মাথাভাঙ্গা মনিটর:সৌদি আরবে মার্স (এমইআরএস) করোনা ভাইরাসে এ পর্যন্তমৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। এসব নিহতের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।গতকাল সৌদি আরবের স্বাস্থ্য কর্মকর্তরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটিরস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, বাণিজ্যিক শহরজেদ্দায় করোনা ভাইরাসে ৩ জন মারা গেছেন। এর মধ্যে দুজন মহিলা। ওয়েবসাইটেআরও জানানো হয়, এ ভাইরাসে রাজধানী রিয়াদে গত শুক্রবার ৭৭ বছর বয়সী একবৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে ৪১৪ জন ব্যক্তির শরীরে এ ভাইরাসেরসন্ধান পাওয়া গেছে। মার্স করোনা ভাইরাস ২০১২ সালের সেপ্টেম্বরে সৌদি আরবেছড়িয়ে পড়ে। এটি একটি জটিল ভাইরাস। এতে আক্রান্ত হলে ঠাণ্ডার পাশাপাশিশ্বাস-প্রশ্বাসে তীব্র কষ্ট হয়। এ রোগের টিকা এখন পর্যন্ত আবিস্কার হয়নি।২০০৩ সালে সার্স ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে প্রায় ৮০০ মানুষ মারা যায়।