মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা গড়গড়ি ও দক্ষিণ গবিন্দপুর গ্রামের রমরমা তালেরর রসের তাড়ি বিক্রি চলছে। একই গ্রামে তাড়ি বিক্রেতা ৫ জন। গড়গড়ি গ্রামের ফড়িং খার ছেলে গোলাম, ওহিমুদ্দিনের ছেলে আবদিন, দক্ষিণ গবিন্দপুর গ্রামের মজিতের ছেলে সানোয়ার, আত্তাপের ছেলে জামাল উদ্দিন ও ঝন্টু রমরমা তাড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাড়ি বিক্রির কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে এলাকার সচেতন এলাকাবাসী।