অন্তিম শয়ানে শায়িত হলেন সাংবাদিক ইলিয়াসের পিতা বিশারত আলী

 

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইলিয়াস হোসেনের পিতা বিশারত আলীকে অন্তিম শয়ানে শায়িত করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় স্থানীয় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার শ শ মানুষ অংশ নেন।

                চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের প্রয়াত নয়ন মণ্ডলের ছেলে বিশারত আলী মণ্ডল দৈনিক মাথাভাঙ্গার ডিঙ্গেদহ প্রতিনিধি ইলিয়াস হোসেনের পিতা। তিনি বেশ কয়েক বছর অসুস্থ থাকার পর গত রোববার রাত ৯টার দিকে মারা যান। গতকাল নিজগ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অন্যান্যের মধ্যে সকালেই সাংবাদিক ও পল্লী উন্নয়ন সংস্থার (পাস) নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের বাড়িতে উপস্থিত হন দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক প্রকাশক সরদার আল আমিন। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান ও আত্মবিশ্বাসের পক্ষে শাহেদ হাসান হালিম।