মাথাভাঙ্গা মনিটর: আগের ম্যাচে নতুন কোচ রায়ান গিগসের অধীনে ৪ গোলেরজয়ে চাঙ্গা দেখাচ্ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে গত শনিবার ওল্ডট্র্যাফোর্ডে নিজ মাঠে হযবরল রেডডেভিলদের দেখা গেলো ফের। গতশনিবার ইংলিশপ্রিমিয়ারলিগে সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হার মানে ম্যানচেস্টারইউনাইটেড। ফরোয়ার্ড লারসনের গোলে সফরকারী সান্ডারল্যান্ড এগিয়ে যায় খেলার৩০ মিনিটে। ম্যাচে রেডডেভিল তারকারা দেখান ছন্দহীন ফুটবল। ১৭ বারেরচেষ্টায় ম্যানইউ তারকারা প্রতিপক্ষ সান্ডারল্যান্ডের গোলপোস্ট বরাবর আক্রমণদাগতে সক্ষম হয় মাত্রই দুবার। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচে ৬০পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান শিরোপাধারী ম্যানচেস্টার ইউনাইটেডের। আগামীইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সম্ভাবনাও ইতোমধ্যে বিলীন রেডডেভিলদের। এবারেরপ্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডের নিজ মাঠে এ নিয়ে ৭ ম্যাচ হারলো ম্যানইউ।