দামুড়হুদা হাউলী ইউপির উপনির্বাচন : সাম্ভব্য প্রার্থীরা প্রচারণায়

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সামনে রেখে তফশিল ঘোষণা হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা চুপিসারে প্রচার শুরু করেছেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে হাউলী ইউপি চেয়ারম্যান মাও. আজিজুর রহমান বিজয়ী হওয়ায় ১৭ এপ্রিল চেয়ারম্যান পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন অফিসার পদটি শূন্য হওয়ায় ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে পত্র প্রেরণ করেছে। সরকারি বিধি অনুযায়ী পদশূন্য হওয়ার ৩ মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যেকোনো সময় তফশিল ঘোষণা হতে পারে।

অপরদিকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য সাবেক দু চেয়ারম্যানের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান হাজি শহিদুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিন্টু শাহর নাম জোরেসোরে শোনা যাচ্ছে। পাশাপাশি ৩ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল খালেক ভুইয়া, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ছাইদ খোকন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশান তরফদার, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামানের নাম শোনা যাচ্ছে। এরা দলীয়ভাবে একক প্রার্থী হওয়ার জন্য নেতাকর্মীদের কাছে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তবে আওয়ামী লীগ থেকে হাজি শহিদুল ইসলাম ও আবু ছাইদ খোকনের মধ্যে একজন এবং বিএনপি থেকে মোহাম্মদ আলী মিন্টু শাহ প্রার্থী হতে পারেন বলে জোরগুঞ্জন উঠেছে।