স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুরে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার পৃথক পৃথক সময়ে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহেরমহেশপুরে দু দিনব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাছিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ময়জউদ্দীন হামিদ,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাহাজ্জেল হোসেন,এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সমাজসেবক আবুল বাসার, আ.লীগ নেতা অমল কুণ্ডু,যুবলীগ নেতা আব্দুল আলিম, আতিয়ার রহমান প্রমুখ। ৩০টি স্টল আছে এবারের মেলায়। প্রধান অতিথির বক্তব্যে এমপি নবী নেওয়াজ বলেন, বাংলাদেশ একটি সম্ভানাময়ী দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ ভিশন বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবেএবং সেটি একমাত্র উপায় বাংলাদেশকে ডিজিটালে রূপান্ত্রিত করা। তিনি মহেশপুর-কোটচাঁদপুরকে ডিজিটাল করার ক্ষেত্রে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন,কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার থেকে দুদিনব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন কোটচাঁদপুর-মহেশপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ। উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদপালের সভাপতিত্বে বক্তব্য রাখেনউপজেলা আওয়ামীলীগ সভাপতি কামরুন্নেছা মিকি, জেলা কৃষকলীগ নেতা এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আওয়ামীলীগ নেতা কায়দার রহমান, পৌর আওয়ামীলীগের যুগ্মসম্পাদক গোলাম সরোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান। সভা শেষে প্রধান অতিথি ডিজিটাল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনের আগে এমপি অধ্যক্ষ নবী নেওয়াজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদ্য প্রয়াত সাংবাদিক শেখ ইসমাইল হোসেনের মাতা সাজেদা বেগমের কবর জিয়ারত করেন।