জীবননগরের কৃষ্ণপুরে নতুন বিদ্যুত সংযোগকালে এমপি আলী আজগার টগর

 

দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি মো. আলী আজগার টগর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বিজয় আমরা অর্জন করেছি, তার সুফল দেশের সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। তাই নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সমস্ত প্রতিশ্রুতিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যেই বর্তমান সরকার বয়স্কভাতা বৃদ্ধি, বিধবা ভাতা বৃদ্ধি, সারের মূল্য কৃষকদের ক্রয় ক্ষমতার ভেতরে রাখা, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও রাস্তাঘাটের উন্নয়ন করাসহ জানুয়ারি মাসের প্রথম সপ্তার মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে সক্ষম হয়েছে। ২০০৮ সালে আপনারা আমাদের ভোট দিয়েছিলেন। আমরা উন্নয়নের ধারা সূচিত করেছিলাম। গত ৫ বছরে বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছে। শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। শ্রমিকদের বেতন প্রায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। গতকালরোববার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে নতুন বিদ্যুত সংযোগকালে সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, পল্লী বিদ্যুতের জীবননগর আঞ্চলিক পরিচালক মো. হায়দার আলী প্রমুখ।