জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিদায়ী ইউএনও সাজেদুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল শনিবার এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিশিষ্ট সাংবাদিক এমআর বাবুর উপস্থাপনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম, শামসুল আলম, আব্দুর রশিদ, সালাউদ্দীন কাজল, আবজালুর রহমান ধীরু, মামুন-উর-রহমান, এসএম আবুল কালাম আজাদ, কাজী সামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন, মাজেদুর রহমান লিটন, আশাবুল হক আশা, হুমায়ন কবীর, আরফান কবির, সাব্বির আহমেদ, কামরুজ্জামান বিদ্যুত, মারুফ মালেক, রবিন রাজ প্রমুখ।
এছাড়াও এনজিও সংস্থা আরডিইও’র পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। আরডিইওর উপদেষ্টা জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেনবিশিষ্ট সমাজসেবক কাজী বদরুদ্দোজা, তরুন রাজনীতিক আব্দুস সালাম ঈসা ও আরডিইও’র নির্বাহী পরিচালক আরফান কবির।