দামুড়হুদায় ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার জনি গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলা শহরের জাফরপুরের এমদাদ হোসেনের ছেলে জনিকে (২৩) আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার এএসআই ইমাম সঙ্গীয় ফোর্স নিয়ে ব্র্যাকমোড় থেকে তাকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এসময় তার সাথে থাকা একই গ্রামের আব্দুল করিমের ছেলে রিংকু পালিয়ে যায়। আটক জনিকে গতকাল শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। পুলিশ উভয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।