স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৪ জন মৃত সদস্যের পরিবারকে ও একজন অবসর গ্রহিতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে। গতকাল শনিবার সকাল ১০টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোট ৩ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এম জেনারেল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক রিপন মণ্ডল। উপস্থিত ছিলেন সহসভাপতি আইনাল হক, সহসম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির টিপু, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মন্টুসহ কার্যকরি সদস্য বুড়ো, আমিরুল প্রমুখ।
২০ হাজার টাকা করে দেয়া হয়েছে- আজিজুল ইসলাম, রমজান আলী, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম মিন্টু, ইব্রাহিম খলিল, সোনা মিয়া, জয়নাল আবেদীন, কামাল উদ্দিন, আসাদুল ইসলাম রিন্টু, খোকন আলী, আমিরুল ইসলাম, সামসুল হক বুড়ো ও তারা চাঁদকে। ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে- আব্দুর রহমান, হক্কা মিয়া, সাইফুল ইসলাম, ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, বাবর আলী, মনির হোসেন, মরজেম আলী, সেলিম আহমেদ, নূর ইসলাম ও আব্দুল মালেককে। সিরাজুল ইসলাম ভিকুকে অবসরভাতা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হয়।