মালয়েশিয়া গমনেচ্ছুদের এসএমএস ফাঁদে পা না দেয়ার পরামর্শ

স্টাফ রিপোর্টার:সরকারিভাবে নিবন্ধিত মালয়েশিয়া গমনেচ্ছুদেরমোবাইলফোনে প্রতারণামূলক এসএমএস পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে জানিয়ে এ ব্যাপারেসতর্ক করেছেন শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।এসবএসএমএসে সাড়া না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবারমন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্যনিবন্ধিত অনেকের মোবাইলফোনে সম্প্রতি এসএমএস পাঠিয়ে তাদের ভিসা আসার খবর দেয়া হচ্ছে।এজন্যভিসা ফি বাবদ ৪২ হাজার ৪০০ টাকা ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় ৩২৭০ নম্বর অ্যাকাউন্টেআগামী ৪ মের মধ্যে জমা দিতে বলা হয়েছে।এধরনের এসএমএস সঠিক নয় জানিয়ে মোশাররফ হোসেন বলেন, প্রতারণা করার জন্য কেউ এ কাজটিকরছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসেএ ঘটনা ঘটেছে। এসএমএসপ্রতারণার এ ঘটনা তদন্তে আগামী ৪ মের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেনতিনি।নানাঅনিয়মের অভিযোগ তুলে ২০০৮ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।এরপ্রায় চার বছর পর ২০১২ সালের নভেম্বরে সরকারিভাবে শ্রমিক পাঠানোর বিষয়ে বাংলাদেশ ওমালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয়।এরপরসরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য গত বছরের শুরুতে সারা দেশে নিবন্ধন করেন বিদেশ যেতেইচ্ছুক কর্মীরা।তবেলটারিতে প্রাথমিকভাবে তাদের মধ্যে ৩৬ হাজার ৩৪ জন নির্বাচিত হন। এর মধ্যে প্রথম দফায়যাওয়ার জন্য লটারির মাধ্যমে ১১ হাজার ৭৫৮ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।তাদেরমধ্যে যাদের নাম আসছে তাদের মালয়েশিয়া পাঠানো হচ্ছে। এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত আড়াইহাজার কর্মী মালয়েশিয়া গেছেন।বর্তমানেমালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক আছেন।