মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর টাউন ক্লাব এবং সদর উপজেলার এইচডিওএল চাঁদবিল জয় লাভ করেছে।গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর টাউন ক্লাব ২-০ সেটে মেহেরপুর সূর্য তরুন ক্লাবকে পরাজিত করে। দিনের অপর খেলায় এইচডিওএল চাঁদবিল ২-০ গোলে গোলাম রহমান স্মৃতি সংঘকে পরাজিত করে।