জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি

 

মাথাভাঙ্গা মনিটর: জাতীয় ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেনের পদত্যাগপত্রএখনই গ্রহণ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সাথেআলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়াকমিটির জালাল ইউনুস।আগামী জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেরপরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানো ইচ্ছা জানিয়ে বিসিবিকে চিঠিদিয়েছিলেন জার্গেনসেন। সে চিঠির ব্যাপারে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্তহচ্ছে না বলেই জানিয়েছেন জালাল ইউনুস, জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেরপরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেনজার্গেনসেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে তার সাথে আলাপ-আলোচনাকরার। তার পদত্যাগপত্র এখনই গ্রহণ করা হচ্ছে না।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টিবিশ্বকাপে বাংলাদেশের টানা ব্যর্থতা জাতীয় দলের কোচ হিসেবে তার চাকরিকেইহুমকির মুখে ফেলে দিয়েছিলো। এ ব্যাপারে বোর্ডের তরফ থেকে কো