মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশেরমুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিভিন্ন আপত্তিকর, কটু ওবিকৃত মানসিকতার মন্তব্য করেছেন পাকিস্তানের এক সাবেক সেনা কর্মকর্তা।শনিবার পাকিস্তানেরএক পত্রিকায় প্রকাশিত কর্নেল এম হামিদ নামের একঅবসরপ্রাপ্ত পাককর্মকর্তা সেইম ট্রায়ালস ইন বাংলাদেশ (বাংলাদেশে ভাঁওতারবিচার) প্রবন্ধে এসব মন্তব্য করেন। প্রবন্ধটি হয়েছে।বর্তমানেইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত হামিদ ১৯৭১ সালে বাংলাদেশেসংঘটিত নৃশংসতম গণহত্যাকে অভ্যন্তরীণ দ্বন্দ্ববলে আখ্যায়িত করেছেন।এছাড়া বাংলাদের চলমান যুদ্ধপরাধীদের বিচারকে ভাওতাবাজিহিসেবে উল্লেখকরেছেন তিনি।আওয়ামী লীগকে বিচ্ছিন্নতাবাদী উল্লেখ করে ওই পাকিস্তানিসেনা কর্মকর্তা দাবি করেছেন, ভারতের হস্তক্ষেপে পাকিস্তান থেকে বিচ্ছিন্নহয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। তার দাবি, একাত্তরে নৃশংসতা এবং ওই ঘটনার বিচারনিয়ে কথা বলার জন্য জামায়াতে ইসলামী, বিহারি, বিএনপি ও পাকিস্তানসেনাবাহিনীকে দোষারোপ করে আওয়ামী লীগ। এজন্য তাদের বিচারের কথাও বলছেদলটি। কিন্তু সে সময় যেসব বাঙালি পাকিস্তান ভাগের বিরোধিতা করেছেন, তাদেরবিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন নৃশংসতা চালিয়েছেন।১৯৭১ সালে যেসব হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, তার জন্য আওয়ামী লীগকেদায়ী করে হামিদ লিখেছেন, আর পাকিস্তান সেনাবাহিনী প্রাথমিকভাবে আইনশৃঙ্খলাপরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে। পরে তারা ভারতের সৃষ্টি আওয়ামীলীগের বিচ্ছিন্নতাবাদীদের সাথে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যানিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।