আইফাতেও সেরা দীপিকা, ফারহানআইফাতেও সেরা দীপিকা, ফারহান

 

মাথাভাঙ্গা মনিটর: চেন্নাই এক্সপ্রেসর সুবাদে দীপিকা পাড়ুকোন জয় করেনিলেন এবারের আইফা অ্যাওয়ার্ডসের সেরা অভিনেত্রীর খেতাব। সেরা অভিনেত্রীবিভাগে তিনি নিজেই ছিলেন নিজের প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত সেরারপুরস্কারটা উঠলো তারই হাতে। ওদিকে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগেরপুরস্কার বাগিয়ে নিয়ে ভাগ মিলখা ভাগর জয়যাত্রা অব্যাহত থাকলো মূল পর্বের।২০১৩ সালে ১০০ কোটির ওপরে ব্যবসা করা চারটি সিনেমার অভিনেত্রী ছিলেনদীপিকা। এরই মধ্যে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, গোলিও কি রাসলিলা:রাম-লিলাআর চেন্নাই এক্সপ্রেসজন্য সেরা অভিনেত্রী বিভাগে তিনটি মনোনয়নপেয়েছিলেন তিনি। শাহরুখ খানের বিপরীতে চেন্নাই এক্সপ্রেসর জন্য সেরারপুরস্কার তো জিতেছেনই, বোনাস হিসেবে পেয়েছেন এন্টারটেইনার অব দি ইয়ারেরখেতাবও। ২৬ এপ্রিল আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলবর্তী শহরট্যাম্পার রেইমন্ড জেমস স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৫তম আইফা অ্যাওয়ার্ডসের মূলপর্বের রাতে অবশ্য জয়জয়কার ছিলো রাকেশ ওম প্রকাশ মেহরার ভাগ মিলখা ভাগ।রাকেশ নিজে হয়েছেন সেরা পরিচালক। তার ছবির কলাকুশলীরাও জিতে নিয়েছেন আরওতিনটি পুরস্কার।