দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার পিচ তরমুজ বিনষ্ট : জরিমানা

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিশুদ্ধ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালিন তরমুজে ৩৮ ভাগ ফরমালিন থাকায় প্রায় ৬ হাজার পিচ তরমুজ বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালত চলাকালিন ১ তরমুজ ব্যবসায়ী, ২ হোটেল মালিক ও ১ টি ফাস্টফুডের দোকানিকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ও জয়রামপুর কাঠালতলায় তরমুজের আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ও দামুড়হুদা মডেল থানার এসআই রবিউল ইসলাম।