চেক ডিজঅনার মামলা : ঠিকাদার নূহুরু মালিকের কারাদণ্ড

 

মোমিনপুর প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর গ্রামের বাদী মানিক মিয়ার দায়ের করা চেক ডিজঅনার মামলার রায়ে চুয়াডাঙ্গার আরামপাড়ার মেসার্স গাউস এন্টার প্রাইজের ঠিকাদার নুহুরু মালিকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা যুগ্মদায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক ইয়ারব হোসেন গত ২০এপ্রিল সোমবার আদালতে আসামির অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। পলাতক আসামি গ্রেফতারের দিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।

মামলাসূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা আরামপাড়ার মেসার্স গাউস এন্টার প্রাইজের ঠিকাদার নুহুরু মালিক ২০১১ সালে ১১নভেম্বর জেলা সদরের মোমিনপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে পাওনাদার মানিক মিয়াকে এক লাখ নব্বই হাজার টাকার চেক প্রদান করেন। ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি মানিক মিয়া চেকটি চুয়াডাঙ্গার বড়বাজার শাখার জনতা ব্যাংকে দিলে ব্যাংক কর্তৃপক্ষ (ডিজঅনার) অপর্যাপ্ত টাকার কারণে আসামির হিসাব নম্বরে তার দেয়া চেকটি গৃহীত হয়নি। এ মর্মে মানিক মিয়া বাদী হয়ে ঠিকাদার নুহুরু মালিকের বিরুদ্ধে মামলা করেন। বাদী মানিক মিয়া জানান, ঠিকাদার নুহুরু মালিক আমার কাছ থেকে দু লাখ দশ হাজার টাকা ধার নেন। এর মধ্যে তিনি আমাকে এক লাখ নববই হাজার টাকার চেক দেন। কিন্তু চেকের বিপরিতে টাকা না থাকায় আদালতে মামলা দায়ের করা হয়।