ওবামা প্রশাসনে আসছেন প্রথম বাংলাদেশি

 

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো একজন বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যোগ দিতে যাচ্ছেন নীনা আহমদ।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিকআইল্যান্ডার্স বিষয়ক পরামর্শক কমিশনের সদস্য হিসেবে তার নাম প্রস্তাবকরেছেন ওবামা। ১৪ সদস্যের ওই কমিশনে তিন জন ভারতীয়কেও মনোনীত করা হয়েছে।স্বামী আহসান নসরতউল্লাহ এবং দুই মেয়েকে নিয়ে ফিলাডেলফিয়ার উত্তরপশ্চিমের মাউন্ট এয়ারিতে বসবাস করছেন নীনা আহমদ।নীনা আহমদ ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে  প্রাণ রসায়নেপিএইচডি ডিগ্রি  অর্জন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজকরেন তিনি।