ইতিহাস সেরা লিনের অপার্থিব ক্যাচ

 

মাথাভাঙ্গা মনিটর: একটিক্যাচ তালুবন্দি করেই ইতিহাসে নাম লেখালো ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ানব্যাটসম্যান ক্রিস লিন। লিনের এ অসাধারণ ক্যাচ ধরার পর ইন্টারনেট দুনিয়ায়চলছে লিন-বন্দনা। ক্যাচই ম্যাচ বাঁচায় অথবা ক্যাচ মিস তো ম্যাচ মিস-এমন কথাক্রিকেটে হরহামেশা শোনা গেলেও গত বৃহস্পতিবার কোলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে যেটি হলো তার কোনো তুলনা হতেই পারেনা। কেউ কেউ বলছেন আইপিএল ইতিহাসে এটা সেরা ক্যাচ।যারা খেলাদেখেছেন-তাদের সামনে এখনো সে দৃশ্য ভেসে উঠছে। শূন্য শরীর ভাসিয়ে দিচ্ছেনলিন। শূন্যে ভেসেই তালুবন্দী করছেন বল। ক্যাচ লুফে বাতাসে শরীর ভাসিয়েরয়েছেন লিন। এবার ভূমিতে অবতরণ করছেন। অবতরণের সময় ডান হাতটি আগে রাখলেনমাটিতে। নিখুঁতভাবে অবতরণ করলেন মাটিতে। শরীরের ভারসাম্য রক্ষায় এতোটুকু ভুলহয়নি। একটু গড়বড় হলেই কিন্তু সব শেষ! অতঃপর সফলভাবেই ধরে ফেললেন ক্যাচটি।ক্যাচ তো নয়,ম্যাচটিই পুরে ফেললেন হাতে!শেষ ওভারে জয়ের জন্য আরসিবি-রদরকার ছিলো ৯ রান। প্রথম তিন বলে মাত্র তিন রান ওঠায় শেষ তিন বলেব্যাঙ্গালোরের প্রয়োজন ছিলো ৬ রান। স্ট্রাইকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ-খ্যাত এবিডি ভিলিয়ার্স বিনয় কুমারের চতুর্থ ডেলিভারি পুল করে মাঠের বাইরেপাঠানোর চেষ্টায় বাউন্ডারির ধারে লিনের তালুবন্দি হন তিনি। নিশ্চিত ৬ রানকে ক্যাচে বদলে কেকেআর-কে ম্যাচ জিতিয়ে অভিষেক ম্যাচেই নায়ক লিন।ব্যাট হাতে কেকেআর ইনিংসে সর্বোচ্চ (৪৫) রান করার পর অসাধারণ ক্যাচ নিয়েম্যাচের সেরা অজি অলরাউন্ডার। ম্যাচ শেষে লিনও শুনিয়েছেন ওই ক্যাচটিরগল্প,আমি তো উঁচু হিটটা আমার দিকে আসছে দেখতে গিয়ে বাউন্ডারি লাইনেরসামান্য ভেতরে পা পিছলে পড়েই গিয়েছিলাম। ততোক্ষণে ক্যাচটা আমার কাছে এসেপড়েছে। সেই মুহূর্তে ভাবছিলাম যদি আমি এখন উঠে দাঁড়াতে গিয়ে ক্যাচটা ফেলেদেই,তাহলে বোকার মতো দেখাবে। সে জন্য নিজের ওই নিচু অবস্থান থেকেই লাফমেরে ক্যাচটা ধরেই শরীরটা বাউন্ডারি লাইনের ভেতরে রাখার জন্য এক হাতে ভরদিয়ে মাটিতে পড়লাম।অধিনায়ক গৌতম গম্ভীরও পঞ্চমুখ হলেন লিনের কথা উঠতেই,আমাদের ব্যাটিং অগোছালো হচ্ছে। ক্রিসের ইনিংসটা (৩১ বলে ৪৫) সেখানেখানিকটা মলমের কাজ করেছে। ওর জন্যই এদিন প্রথম দশ ওভারে আমাদের ব্যাটিংকেআগের চেয়ে উন্নত দেখিয়েছে। তবে আসল হচ্ছে ওর ওই ক্যাচটা। আক্ষরিক অর্থেঅবিশ্বাস্য। অন্য গ্রহের ফিল্ডিং!

Leave a comment