মাথাভাঙ্গা মনিটর:৯৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের শূন্য হওয়া পদে উপ-নির্বাচন আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবারনির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। ইসিরসিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে সংশ্লিষ্ট জেলানির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রিটার্নিং কর্মকর্তা নিয়োগকরে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।চিঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)নির্বাচন বিধিমালা, ২০১০ এর পাঁচ বিধি অনুযায়ী ইতোপূর্বে অনুষ্ঠিত ইউনিয়নপরিষদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্রের নির্দেশ অনুসরণ করতে বলা হয়।৪৬টিজেলার মোট ৯৭টি ইউনিয়নে এসব উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২২টিচেয়ারম্যান পদে, ১৪টি সংরক্ষিত ওয়ার্ড এবং ৬৩টি সাধারণ ওয়ার্ডে নির্বাচনঅনুষ্ঠিত হবে।