শঙ্করচন্দ্রে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

 

প্রকৃত দরিদ্ররা যেন সুযোগ পায় সেদিকে খেয়াল রাখুন

ডিঙ্গেদহ প্রতিনিধি: অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মানিকদিহি গ্রামের আবু শ্যামার বাড়ির নিকট থেকে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ মুখ পর্যন্ত ও হানুরবাড়াদি কাজিপাড়া দুবলোগাড়ি মাঠের মাঠের মাটি দ্বারা রাস্তা উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাটি কেটে তিনি এ কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে কৃষি শ্রমিকের সংখ্যা। ফলে বছরের অধিকাংশ সময় তাদের কোনো কাজ থাকে না। অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের। এ বিষয় চিন্তা করে সরকার বছরের ২/৩বার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ব্যবস্থা করেছে। এ কর্মসূচির মাধ্যমে বছরে প্রায় ১০০দিন কাজ করার সুযোগ পাচ্ছে। এ কাজে যেন প্রকৃত দরিদ্ররা যেন সুযোগ পায় সেদিকে খেয়াল রাখার সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহ্বান জানান। এ সময় এ রাস্তার উপজেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত ব্রিজ পরিদর্শন করার সময় নবগঙ্গার জমি দখল করে ধান লাগানো ও পুকুর কেটে দখল করা হতবাক হন। যারা নবগঙ্গা ও চিত্রা নদী সেটেলমেন্টের সময় কাগজ পত্র করে নিয়েছে সেই সকল কাগজ বাতিল করে খাস করে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান।

শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জিম হোসেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, ইউপি সদস্য শৗকত আলী, জিল্লুর রহমান, আপিল উদ্দিন, মুরাদ আলী, রাশিদা, রোজিনা খাতুন, পদ্মবিলা ইউপি সদস্য আব্দুর রহমান, জালার উদ্দিন, আলম আলি, হাসান প্রমুখ।