জেলায় জেলায় শিশু-আদালত গঠন

 

মাথাভাঙ্গা মনিটর:শিশুআইন, ২০১৩ এর ১৬ (২) ধারার ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথেপরামর্শক্রমে প্রত্যেক জেলায় শিশু-আদালত গঠন করেছে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। গতকালবৃহস্পাতিবার মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যেক জেলারঅতিরিক্ত দায়রা জজ আদালতকে শিশু-আদালত হিসেবে নির্ধারণ করা হয়েছে।আইন ও বিচার বিভাগ থেকে গত ২০১৪ সালের  ১৩ এপ্রিল তারিখেএ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গতকালবৃহস্পতিবার বিষয়টি সরকারি গেজেটেপ্রকাশিত হয়েছে। কোনো জেলায় একাধিক অতিরিক্ত দায়রা জজ আদালত বিদ্যমান থাকলেওই জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত, অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতবিদ্যমান না থাকলে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত এবং অতিরিক্ত দায়রা জজপ্রথম ও দ্বিতীয় আদালত বিদ্যমান না থাকলে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতশিশু-আদালত হিসেবে নির্ধারিত হবে।
এদিকে মেট্রোপলিটন এলাকার জন্যঅতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতকে শিশু-আদালত হিসেবে নির্ধারণ করাহয়েছে। শিশু আইনের ১৬(২) ধারার বিধান মোতাবেক কোনো জেলায় অতিরিক্ত দায়রা জজনা থাকলে ওই জেলার জেলা ও দায়রা জজ তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বহিসাবে শিশু-আদালতের দায়িত্ব পালন করবেন।