বিপিএসটিসি পরিচালক মিজানকে কারাদণ্ডাদেশ

মাথাভাঙ্গা মনিটর:বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএসটিসি) পরিচালক (প্রশাসক)হিসেবে কর্মরত সৈয়দ মিজানুর রহমানকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।গতকাল বৃহস্পতিবার হাইকোর্র্টের বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও আবু তাহেরমো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।২০০৮ সালে গাজীপুরের জেলাপ্রশাসকের দায়িত্ব পালন কালে আদালতের আদেশ অমাণ্য করে ৪০টি পরিবারকেউচ্ছেদের অভিযোগে সৈয়দ মিজানুর রহমানকে এ দণ্ড দেয়া হয়।এছাড়াও একইমামলায় ১ কোটি টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে ভাওয়ালরাজ এস্টেটের কোর্র্ট অব ওয়ার্ডের ম্যানেজার আব্দুর রউফকে। সহ-ম্যানেজারমো. সাব্বির হোসেন, গাজীপুরের ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুলইসলাম ও কর্মকর্তা শ্রী শ্রী মাধবকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছে আদালত।তবেগাজীপুরের তৎকালীন পুলিশ সুপার আলমগীর আলম, জয়দেবপুর থানার তৎকালীন ওসিমো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজালাল, আনসারঅ্যাডজুটেন্ট পবিত্র কুমার সাহা খালাস পেয়েছেন।