সাংবাদিকদের ওপর হামলামামলা ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

 

 

মেহেরপুর অফিস: দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ইউনিটির কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিটু, এসএ টিভি’র প্রতিনিধি ফজলুল হক, নয়া দিগন্ত’র জেলা প্রতিনিধি ওয়াজেদুল হক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, দৈনিক জনতার প্রতিনিধি কামরুজ্জামান খাঁন, বৈশাখী টিভির প্রতিনিধি রাশেদুজ্জামান, সাংবাদিক রামিজ আহসান, রাজিবুল হক সুমন, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা প্রতিনিধি মেহের আমজাদ, সাংবাদিক আকতারুজ্জামান, জাহিদুল ইসলাম জাহিদ, ফারুক মল্লিক, ইয়াদুল মোমিন, কাজলসহ মেহেরপুরের স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বিভিন্ন সময়ে দেশব্যাপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা। মানববন্ধন থেকে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।