মামলার হাজিরা দিতে গিয়ে লাশ হলেন মা-ছেলে

স্টাফ রিপোর্টার: একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন মা ও ছেলে। কিন্তু তাদের ফিরতেহলো লাশ হয়ে। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী মা ও ছেলে নিহত হন।নিহত দুজন হলেন সেলিনা আক্তার শিখা (৪২) ও তার ছেলে মো. সুমন শেখ (২১)।গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল ঢাকা-খুলনামহাসড়কে ফরিদপুর সদরের পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের কাছে কানাইপুরইউনিয়নের করিম পাটকলের গুদামের সামনে। এ সময় সেলিনা ঘটনাস্থলেই নিহত হন।ঢাকা নেয়ার পথে মারা যান সুমন।সেলিনা আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলধর গ্রামের মো. ওহিদুলশেখের স্ত্রী। ওহিদুল শেখ জাহাজের মাস্টার। বর্তমানে তিনি ছুটিতে এলাকায়আছেন। সুমন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মানপ্রথমবর্ষের ছাত্র ছিলেন।ফরিদপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরিফ হোসেন জানান, সুমন তারমাকে নিয়ে মোটরসাইকেলে আলফাডাঙ্গা যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত অটোবাইকেরসাথে ধাক্কা খান। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় পেছনদিক থেকে খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।নিহত সেলিনা বেগমের ভাতিজা মো. সেকেন্দার আলম জানান, একটি মামলায় আসামি ছিলেন মা ও ছেলে। গতকাল ওই মামলার দিন ছিলো।

 

Leave a comment