জীবননগরে সাংবাদিক পরিচয়ে শিক্ষকের নিকট চাঁদা দাবি

 

জীবননগর ব্যুরো: জীবননগর আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের নিকট সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম সাংবাদিকদের নিকট চাঁদা দাবীি এ অভিযোগ তুলে ধরেন।

শিক্ষক আবুল হাসেম অভিযোগ করে বলেন, উপজেলা শহরের তরফদার মার্কেটের আলামিন গার্মেন্টের সত্বাধিকারী ও কাজিপাড়ার কিবরিয়া হোসেনের ছেলে আল মামুন রনি (২২) নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গত কয়েকদিন যাবত ০১৯১৪-৮১৬৬০৬ নম্বর মোবাইলফোন থেকে শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। সর্বশেষ গত সোমবার সকাল ৮টার দিকে ওই মোবাইল নম্বর থেকে পূণরায় চাঁদা দাবি করে বলে, চাঁদার টাকা না দিলে আপনার ভয়ানক ক্ষতি হবে। পরবর্তীতে একই দিন সন্ধ্যা ৬টার দিকে ০১৯১৮-০১০৮৩৭ নম্বর মোবাইলফোন থেকে আবারো চাঁদা দাবি করে নানা রকম হুমকি প্রদান করে। এ ঘটনায় শিক্ষক আবুল হাসেম উদ্বিগ্ন হয়ে জীবননগরের বেশ কয়েকজন সাংবাদিককে বিষয়টি অবগত করেন। এতে সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই রনি কোনো পত্রিকার সাংবাদিক তা সাংবাদিক মহলে প্রশ্ন ওঠে। এ নিয়ে কথিত সাংবাদিক রনির বিরুদ্ধে ইতঃপূর্বেও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এ নিয়ে জীবননগর উপজেলাবাসীর মধ্যে নানা আলোচনা-সমালচনার ঝড় বইছে।