স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গ্রিড সাব স্টেশনে ত্রুটি হয়নি বলে জানিয়েছেন সাব স্টেশনের সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মানির হোসেন জোয়ার্দ্দার। তিনি বলেছেন, গতপরশু সোমবার গ্রিড সাবস্টেশন থেকে যথাযথভাবে বিদ্যুত সরবরাহ করা হয়। যদি ত্রু টি হয়েই থাকে তা হয়েছে বিতরণ কেন্দ্রে।
চুয়াডাঙ্গায় বিদ্যুতের ভোল্টেজ সমস্যা জানতে চাওয়া হলে তিনি বলেন, বিদ্যুত উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভোল্টেজ হ্রাস পায়। এরপরও আমরা চুয়াডাঙ্গা জাফরপুরস্থ গ্রিড সাব স্টেশন থেকে বিদ্যুতের মান বৃদ্ধি করে সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অথচ গত সোমবার অহেতুক আমাদের ওপর দোষ চাপিয়ে বলা হয়েছে, গ্রিড সাব স্টেশনে ত্রু টির কারণে ৩ ঘণ্টা, বিতরণ বিভাগে সার্কিট ব্রেকারের কারণে আড়াই ঘণ্টা, মোট সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুতের বেহাল অবস্থা। সাব গ্রিড স্টেশনের ওপর দোষ চাপানো অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গতপরশু সোমবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো। ওজোপাডিকো বিতরণ কেন্দ্রে যোগাযোগ করা হলে জানানো হয়, গ্রিড সাবস্টেশনে ত্রুটির কারণে তিন ঘণ্টা, চুয়াডাঙ্গা বিতরণ কেন্দ্রের সার্কিট ব্রেকার সমস্যার কারণে আড়াই ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এরই প্রেক্ষিতে গ্রিড সাবস্টেশন থেকে আপত্তি জানিয়ে বলা হয়, সাব গ্রিড স্টেশনে কোনো ত্রু টি ছিলো না।