দ্রুত সময়ের মধ্যে জেনারেল হাসপাতালের সকল সমস্য দূর করা হবে- এমপি ফরহাদ হোসেন

 

মেহেরপুর অফিস: দ্রুত সময়ের মধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালের  চিকিৎসক, নার্সসহ জনবল সংকট পূরণ ও অ্যাম্বুলেন্সসহ যে সকল যন্ত্রপাতি অকেজো আছে তা চালু করা হবে। প্রথম রাজধানী মুজিবনগর তথা মেহেরপুর জেনারেল হাসপাতাল মডেল হাসপাতালে রুপান্তরিত করার প্রক্রিয়াও চলছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিতসভায় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভির সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, তত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আবুল বাশার, আরএমও ডা. অলোক কুমার দাস, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. তাপস কুমার সরকারসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। সভা শেষে এমপি ফরহাদ হোসেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি রোগীদের চিকিৎসার খোঁজ  খবর নেন।