ছহিউদ্দীন স্মরণে এম.সি.এল.টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকা লার্ন ক্রিকেট একাডেমী জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর স্পোর্টস অর্গানাইজেশন আয়োজিত প্রাক্তন সংসদ সদস্য ছহিউদ্দীন স্মরণে এম.সি.এল.টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় লার্ন ক্রিকেট একাডেমী ঢাকা ৬৮ রানে চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ সংহতি সংঘকে পরাজিত করে। লার্ন ক্রিকেট একাডেমী ঢাকা টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলে পক্ষে রাজিব সর্বোচ্চ ৪৪ রান ও ফয়সাল ৩৮ রান সংগ্রহ করেন। মুন্সিগঞ্জ সংহতি সংঘের পক্ষে রানি হ্যাটট্রিকসহ ২১ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন।

১৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ১৭ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মাহফুজ সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেন। লার্ন একাডেমীর রাকিব ৩টি এবং রনি ও রাজিব ২টি করে উইকেট লাভ করেন। লার্ন ক্রিকেট একাডেমীর রাজিব ৪৪ রান ও ২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। টুর্নামেন্টের অপর দলগুলো হলো- মেহেরপুর লাল ও সবুজ দল। আগামীকাল দুপুর আড়াইটার সময় স্বাগতিক মেহেরপুর সবুজ দল ঢাকার লার্ন ক্রিকেটে একাডেমির মোকাবেলা করবে।