ক্ষুরের পোচে রক্তাক্ত জখম বাসের সময় নিয়ন্ত্রক

বাসস্ট্যান্ড থেকে অটো সরিয়ে রাখতে বলাই বিরোধ : সহযোগীদের সাথে নিয়ে হামলা?

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে আন্তঃজেলা বাস মালিক সমিতির সময় নিয়ন্ত্রক শামীমকে ক্ষুরের পোচে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে তাকে ক্ষুরের পোঁচে জখম করা হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার মুনতাজ আলীর ছেলে লোকাল বাসের সময় নিয়ন্ত্রক। গতকাল শনিবার তিনি দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। বেলা আড়াইটার দিকে কয়েক যুবক ছুটে এসে তাকে ক্ষুর দিয়ে পোঁচ মেরে রক্তাক্ত জখম করে সটকে পড়ে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শামীম বলেছে, বেলা ২টার দিকে একটি অটো চালককে বাসস্ট্যান্ড থেকে তার অটো রিকশা সরিয়ে নেয়ার জন্য বলি। লোকটা চোখ গরম করে তাকায়। এরই আধা ঘণ্টার মাথায় আড়াইটার দকে কয়েকজন ছুটে এসে আমাকে ক্ষুর দিয়ে পোচ মার। কাধেসহ কয়েকটি স্থানে ক্ষুরের পোচে রক্তাক্ত জখম হলে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে এসে ভর্তি হয়েছি।