স্বামী আমজাদসহ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার গৃহবধূ পপি বেগমকে (১৯) ৯ দিন ধরে খুঁজে না পাওয়ায় তার বাবা-মা সংবাদ সম্মেলন করেছেন। প্রকাশ্যে আসামি ঘুরে বেড়ালেও পুলিশি কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পপির পিতা জাহাঙ্গীর আলমের পক্ষে মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। লিখিত বক্তব্যে তিনি জানান, তার মেয়ে পপি বেগমের সাথে পলাশপাড়ার হারেজ উদ্দিনের ছেলে আমজাদ হোসেনের আনুমানিক দু বছর আগে বিয়ে হয়। বিয়ের পর জামাতা দু লাখ টাকা যৌতুক দাবি করে অমানুষিক নির্যাতন করতে থাকে। মেয়ের বাবা-মা জামাতাকে ৫০ হাজার ধার সরূপ দেন। কিন্তু, জামাতা ওই ধারের টাকা পরিশোধ করেননি। এরই এক পর্যায়ে গত ১৬ এপ্রিল স্থানীয় পত্রিকায় একটি নিখোঁজ সংবাদ ছাপায় আমজাদ হোসেন। মেয়েকে খুঁজে না পেয়ে পপির বাবা জাহাঙ্গীর আলম পপির স্বামী আমজাদ হোসেন ও তার বন্ধু ফরহাদকে আসামি করে গত ১৭ এপ্রিল চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন। অথচ, পুলিশি কোনো তৎপরতা না থাকায় বাধ্য হয়ে তারা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পপি বেগমের মা আলেয়া বেগম, মানবতার সভাপতি মনিরা আফরোজ ও হাফিজ উদ্দিন হাবলু। সংবাদ সম্মেলনে আলেয়া বেগম পপির কোনো খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।