গাংনী প্রতিনিধি: আড়াই কেজি গাঁজা ও আট হাজার টাকাসহ বাবু মিয়া (৩৮) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার দুপুর সোয়া বারটার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীনের নেতৃত্বে বাবু মিয়ার গরুর খামারে এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, সীমান্তবর্তী কাথুলী গ্রামের সেকেন্দার আলীর ছেলে বাবু মিয়া একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। ভারত থেকে গাঁজা এনে বিক্রির উদ্দেশে কাথুলী গ্রামের মোড়ে তার গরুর খামারে মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে বাবুর গরুর খামারে অভিযান চালায় র্যাব। এ সময় আড়াই কেজি গাঁজা ও কেনাবেচার আট হাজার টাকাসহ বাবুকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গাংনী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব কমান্ডার।