আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কে আবারও ছিনতাইকারীদের হানা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কে আবারও ছিনতাইকারীরা হানা দিয়েছে। ছিনতাইকারীরা রাস্তায় কলাগাছ ফেলে এক সুব্যবসায়ীকে জিম্মি করলেও এলাকাবাসী ও পুলিশের প্রতিরোধের মুখে পালিয়ে গেছে। গতরাত ৯টার দিকে আলোচিত ছিনতাই পয়েন্ট বেলতলা রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের বেলতলা রেলগেটের অদূরে ছিনতাইকারীরা ওত পেতে বসে ছিলো। আন্দুলবাড়িয়া বাজারের লিবার্টি সুব্যবসায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হোসেন রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে বেলতলা রেলগেটে পৌঁছুলে ছিনতাইকারীরা রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দিয়ে তাকে ঘিরে ধরে। এরপরই পেছন থেকে একটি আলমসাধু আসতে দেখে ছিনতাইকারীরা কিছুটা সরে যায়। এই ফাঁকে সাজ্জাদ চিৎকার দিলে সেখানে আশপাশ থেকে লোকজন জুটে যায়। ফলে ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পান সাজ্জাদ হোসেন। বেলতলা রেলগেটে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে এলাকাবাসীর অভিযোগ।