স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কোর্টপাড়ার বহুল আলোচিত একাধিক অভিযোগে অভিযুক্ত অপুকে পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পুরাতন জেলখানার সামনে থেকে কিশোরী অপহরণের ঘটনায় আটক করলেও পুলিশ দ্বিধা-দ্বন্দ্বে পড়েছে তাকে কোন মামলায় আদালতে সোপর্দ করবে। চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আজিজুলের ছেলে অপু। তার বিরুদ্ধে রয়েছে ডিবি পুলিশ সেজে প্রতারণা, নারীঘটিত ঘটনাসহ একাধিক অভিযোগ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার এক কাঠব্যবসায়ীর মেয়েকে অপহরণ করার অভিযোগে পুরাতন জেলখানার সামনে থেকে অপুকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের ও সদর থানার এএসআই তকিবুর আটক করেন। এ সময় পুলিশের সাথে বেশ উচ্চস্বরে কথা বিনিময়ের ঘটানাও ঘটে। থানার নেয়ার পরও সে উচ্চস্বরে কথা বলতে থাকে। পরে অবশ্য মেয়ের পক্ষ থেকে সম্মানের ভয়ে মামলা করে না। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের বলে মেয়ের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকাই তার বিরুদ্ধে কিশোরী অপহরণ মামলা হচ্ছে না।