চুয়াডাঙ্গা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগী রিজিয়া খাতুনের ডায়বেটিস পরীক্ষা করতে দিলে এ ভুল রিপোর্ট দেয়া হয় বলে অভিযোগ করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পিরোজখালী গ্রামের রমজান আলীর স্ত্রী রিজিয়া খাতুন গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। বেশ কয়েকটি পরীক্ষা করানোর জন্য দেয়া হয় তাকে। এর মধ্যে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ডায়াবেটিস পরীক্ষার রিপোর্ট ডা. এমএ রশিদকে দেখান। তার সন্দেহ হলে, অন্য প্যাথলজি থেকে পরীক্ষা করাতে বলা হয়। পরে দেখা যায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ভুল। এ বিষয়ে চুয়াডাঙ্গা রোগীর স্বজনদের সাথে কথা বলতে গেলে দূরসম্পর্কের এক স্বজন নিজেকে চুয়াডাঙ্গা দামুড়হুদা স্বাস্থ্যকমপ্লেক্সে চাকরি করেন বলে পরিচয় দেন আর এ প্রতিবেদককে বলেন আপনার  আইডি কার্ড দেখান। এ কথা বলে খারাপ ব্যবহার করেন এবং বলেন আমি টাকা ফেরত নিয়ে এসেছি।