স্টাফ রিপোর্টার: সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বায়েজাপ্ত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি জানান, রানা প্লাজার ১৮ শতাংশ, রানা টাউয়ারের ১০ শতাংশ এবং ধামরাইয়ে সোহেল রানার মালিকানাধীন ১ একর ৪৬ শতাংশ স্থাবর সম্পদের খোঁজ পেয়ে তা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য চার গার্মেন্টের বিভিন্ন মালামালও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি আরো জানান, এটা একটা চলমান প্রক্রিয়া। যদি সোহেল রানার আরো সম্পদের খোঁজ পাওয়া যায়, তাও বাজেয়াপ্ত করা হবে।
এখন তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল খায়ের আমিনুর রহমান জানান, ২০১৩ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের এ সংক্রান্ত এক আদেশ অনুযায়ী এটা বাজেয়াপ্ত করা হয়েছে। আর গার্মেন্টের মালামালগুলো টেন্ডার দিয়ে বিক্রি করা হবে।
২০১৩ সালের ৩০ এপ্রিল হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। সেই রুলে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সোহেল রানার ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৩ মার্চ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিবিধ মামলা করা হয়।