টিপ্পনী

 

খবর:(আমি দেশে থাকলেও সহিংসতা হতো : সিইসি)

 

আবোল তাবোল কাণ্ড করেন লোকে

কিন্তু তিনি ভাসেন গভীর শোকে

দেশের কথা দশের কথা ভাবেন

সুযোগ বুঝে অন্য দেশে যাবেন।

 

ভোটের মাঠে পয়লা উনি ছিলেন

গলা নেড়ে কতো কথাই দিলেন

কিন্তু শেষে কথার কিছু ফললো না

তলার কথা কেউ তলিয়ে বললো না।

 

গায়ের জোরে অমন কথা কও কেন

সবার কাছে বিরাগ ভাজন হও কেন

সব মানুষের মনের কথা বুঝুন

ভোটভুটির সঠিক উপায় খুঁজুন।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment